রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Hooghly: ভোট গ্রহণের দায়িত্বে বিশেষ ভাবে সক্ষমরা, অভিনব উদ্যোগ হুগলি লোকসভায়

Kaushik Roy | ১০ মে ২০২৪ ২০ : ২২Kaushik Roy


মিল্টন সেন: কোনও ক্ষেত্রেই আর পিছিয়ে নেই বিশেষভাবে সক্ষমরা। খেলাধুলা, আঁকা থেকে হাতের কাজ বা পড়াশুনো সর্বক্ষেত্রে তাঁদের সক্রিয় সফলতার নজির নজরে পড়েছে আগেই। এবার নির্বাচন প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে তাঁদের সক্রিয় অংশগ্রহণ আরও একটা নজির গড়ার লক্ষ্যে। হুগলিতে লোকসভা নির্বাচনে একটি ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব পালন করবেন বিশেষভাবে সক্ষমরা। অভিনব এই উদ্যোগ নিয়েছে হুগলি জেলা প্রশাসন। রবিবার সকাল থেকেই ভোটকর্মীদের মধ্যে ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। হুগলি লোকসভার অন্তর্গত ১৯০ চুঁচুড়া বিধানসভার ২১০ নম্বর বুথ। এই বুথের অবস্থান চুঁচুড়া থানার অন্তর্গত কেওটা সাহাগঞ্জের প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে। এই প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে রয়েছে ২০৯ এবং ২১০ নম্বর বুথ। তারম ধ্যে ২১০ নম্বর বুথটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষমদের। এই বুথে মোট ভোটদাতার সংখ্যা ৯৫০ জন।



মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪৬৯ জন এবং মহিলা ভোটদাতা ৪৮০ জন। এই কেন্দ্রে একজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। সোমবার সকাল থেকেই তাঁদের ভোট গ্রহণ করবেন যারা, তাঁরা সকলেই বিশেষভাবে সক্ষম। বুথ পরিচালনার দায়িত্ব সামলাবেন মোট দশ জন। একজন অতিরিক্ত সেক্টর অফিসার দায়িত্বে থাকবেন। চার জন ভোট গ্রহণ করবেন, ৬ জনকে রিজার্ভ রাখা হবে বলে জানা গিয়েছে। মূলত প্রশাসনের তরফে বিশেষভাবে সক্ষম ভোটারদের উৎসাহ দিতে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে এবং ভেতরের অংশ ভাল করে সাজানো হয়েছে। এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শনে যান হুগলির জেলা শাসক মুক্তা আর্য। বুথ ঘুরে দেখেন। জেলা প্রশাসন সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশেই এই বিশেষ ভোটগ্রহণ কেন্দ্রের উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, বিশেষভাবে সক্ষমদের উৎসাহ দেওয়া। পাশাপাশি তাঁরা যে আর কোনও কাজেই পিছিয়ে নেই, সেই আস্থা সৃষ্টি করা।

ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24